
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র দুই লাখ ৪০ হাজার ইউক্রেনীয় শরণার্থীকে সাময়িক আশ্রয় দিয়েছিল। তবে নতুন প্রশাসন এই শরণার্থীদের অস্থায়ী আশ্রয়ের অধিকার প্রত্যাহার করার পরিকল্পনা করছে, যার ফলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে যে, এপ্রিলের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। সূত্র আরও জানিয়েছে যে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও ইউক্রেনের রাষ্ট্রপতির মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে, তার আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
এই উদ্যোগের অংশ হিসেবে, আগের প্রশাসনের সময় মানবিক আশ্রয় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ১৮ লাখের বেশি অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। গত ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ‘সব ধরনের আশ্রয় কর্মসূচি বন্ধ করার’ নির্দেশনা জারি করেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই মাসের মধ্যেই কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার প্রায় পাঁচ লাখ ৩০ হাজার শরণার্থীর আইনি মর্যাদা বাতিল করা হবে। এছাড়া তালেবান শাসন থেকে পালিয়ে আসা ৭০ হাজার আফগান শরণার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।